ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৪ ৬:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রোববার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। যদিও সারাদেশে মধ্যরাত থেকে কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১৬ ডিসেম্বর) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আপাতত এই কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা নেই। এতদিন যে মৃদু শৈত্যপ্রবাহ ছিল সেটু দূর হয়ে যাচ্ছে। আজ সকালে শুধু শ্রীমঙ্গলে ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

শৈত্যপ্রবাহ আবার কবে আসতে পারে, এ প্রশ্নের জবাবে আফরোজা সুলতানা বলেন, ২০/২১ তারিখের দিকে তাপমাত্রা আবার কমতে পারে। তখন উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। আজ ঢাকার তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রিতে।


সংবাদটি শেয়ার করুন....