ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

স্বাস্থ্যের বরাদ্দ বিবেচনা করে সংস্কার প্রস্তাব দেবে কমিশন

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

সরকারের অর্থনৈতিক সক্ষমতা ও স্বাস্থ্যের বরাদ্দ বিবেচনা করে সংস্কার প্রস্তাব দেবে কমিশন। একইসঙ্গে সুপারিশগুলো হবে বাস্তবায়ন যোগ্যতা বিবেচনায়। আজ রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এসব তথ্য জানান।

সংস্কার কমিশনের প্রধান বলেন, স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি সংস্কার প্রস্তাব করবে। এগুলো যাতে গুরুত্ব সহকারে দেখা হয়। এক্ষেত্রে সংস্কার কমিশন সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখবে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ হাতে পাওয়ার পর সংস্কারের কাজ শুরু হবে। এজন্য আমাদের কেমন প্রস্তুতি প্রয়োজন সে সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য খাত কমিশনের সুপারিশগুলো সাহসী, জনবান্ধব ও চিকিৎসাবান্ধব হবে এটাই সবার প্রত্যাশা।

সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা, স্বাস্থ্যখাতে কেনাকাটা এবং পিপিআর, ক্যান্সারের চিকিৎসা, ফরেনসিক মেডিসিন, মাতৃস্বাস্থ্য, স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট অংশীদারদের কারিকুলাম ও ক্যারিয়ার প্লানিং, প্রিভেনটিভ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা আইন, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে জনবল সংকটসহ বিভিন্ন বিষয়ে তিন ঘণ্টার বেশি আলোচনা হয়।


সংবাদটি শেয়ার করুন....