ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ফের ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আশ্রয় নিলেন পার্নো মিত্র

বিনোদন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ঢাকাই সিনেমায় কলকাতার অভিনেত্রীদের অভিনয়ের আনাগোনা অনেক আগে থেকেই। তবে ইদানীংকালে তা চোখে পড়ার মতো। কারণ কলকাতায় সিনেমার কাজের পরিমাণ কমে যাওয়াতে ঢাকার দিকেই নজর তাদের।

সাম্প্রতিক সময়ে ঢাকাই সিনেমা নিয়ে কলকাতার অভিনেত্রীদের ব্যস্ততা বেড়েছে। গত দুবছরে কলকাতার ইধিকা পাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জী, সায়ন্তিকা ব্যানার্জিসহ আরও অনেকেই কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র অভিনীত একটি সিনেমা। ‘বিলডাকিনি’ নামে এ সিনেমায় দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে তিনি অভিনয় করেছেন। এটি এ অভিনেত্রীর বাংলাদেশে দ্বিতীয় সিনেমা।

এর আগে ‘ডুব’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ভারতে কয়েকটি সিনেমা মুক্তি পেলেও সেগুলো খুব একটা সাফল্য যোগ করতে পারেনি পার্নোর ক্যারিয়ারে। তাই বরাবরই মুখিয়ে ছিলেন বাংলাদেশে কাজ করার জন্য। ‘মায়া’ নামে একটি টেলিফিল্মেও কাজ করেন। কিন্তু আশ্রয় খোঁজেন ঢাকাই সিনেমায়।

অবশেষে তার সেই দ্বার খুলতে চলেছে। নিজের অভিনীত মুক্তি প্রতীক্ষিত দ্বিতীয় সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন পার্নো মিত্র। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের টেলিফিল্ম ও সিনেমায় কাজের অভিজ্ঞতাও জানান। সঙ্গে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন।

জানা গেছে, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন ফজলুল তুহিন।


সংবাদটি শেয়ার করুন....