ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

তজুমদ্দিনে মৎস্যজীবিদের দুইদিনের প্রশিক্ষণ শুরু

হেলাল লিটন (তজুমদ্দিন) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার তজুমদ্দিন উপজেলায় মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণের কৌশল বিষয়ে মৎস্যজীবীদের নিয়ে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২৫ জন মৎস্যজীবী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়াও এ সময় নদী-সাগরে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব। তজুমদ্দিন উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল আমিনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসসিএমএফপি প্রকল্পের বরিশাল বিভাগীয় ডিপিডি মো. আজহারুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার সকল নৌযান মালিকদের আর্টিসানাল অনুমতিপত্র প্রদান করা হবে। এই অনুমতিপত্রের মেয়াদ থাকবে ৩ বছর। প্রতি ৩ বছর পর পর রেজিষ্ট্রেশন নবায়ন করতে হবে।


সংবাদটি শেয়ার করুন....