ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

চরফ্যাশনে ৫২ টি বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট, অভিযান অব্যাহত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৯ টি নোঙর এবং বিভিন্ন প্রজাতির ৫০ কেজি মাছ, ও ৫২ টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত ৯ নোঙর নিলামে ২০ হাজার টাকা বিক্রি করে সরকারি কোষাগরে জমা দেয়া হয়। এবং ৫০ কেজি মাছ গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ ও চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো.সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, নদীতে অবৈধ জাল নির্মূলকরণ ও অপাসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....