ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

এর বাইরে (সিটি করপোরেশন বাদে) বরিশাল বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং খুলনা ও রাজশাহী বিভাগে দুইজন করে রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে প্রথম ১৪ দিনে ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাতজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ছয়জনই পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান ৫৭৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি ছিল।


সংবাদটি শেয়ার করুন....