
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় মাটিচাপা অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। কান্নার শব্দ পেয়ে নবজাতককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে শিরিরচালা এলাকার ছামিট ক্যাডেট একাডেমির পেছনের মাঠে মাটিচাপা অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। পরে স্বপ্না বেগম নামে এক নারী শিশুটিকে উদ্ধার করেন।
স্বপ্না বেগম জানান, তার বাড়ির কাছে মাঠে ছোট শিশুরা খেলছিল। হঠাৎ তারা মাটির নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। তখন এক মুরুব্বি মাটি সরিয়ে দেখতে পান, নাড়ি কাটাহীন এক নবজাতক মাটির নিচে উপুড় করে চাপা দেওয়া অবস্থায় পড়ে আছে। শিশুটিকে উদ্ধার করে মাটি থেকে তোলার পর স্বপ্না বেগম তাকে বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করেন এবং বুকের দুধ খাওয়ান। এরপর শিশুটিকে মাওনার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, কে বা কারা ওই নবজাতককে মাটিচাপা দিয়ে রেখে যায় তা এখনো জানা যায়নি। স্থানীয় এক নারীর মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। থানায় আনার পর সমাজসেবা অফিসার মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করে রাত সাড়ে ১০টায় শিশুটিকে তাদের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনা তদন্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা মোবারক হোসেন জানান, শিশুটিকে আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং তার সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনাটি স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। শিশুটির দায়িত্ব নিতে অনেকেই এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানা যায়।
