ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় অবৈধ ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেষ

মনপুরা (ভোলা) প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় দুইটি অবৈধ ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে লাইসেন্স না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেষ দেয়া হয়েছে ইট ভাটা দুটোকে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা ও বন্ধের নির্দেষ দেন।

বুধবার বিকাল ৪ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত মনপুরা ব্রিকস ও এসআরএস ব্রিকস নামক ইটভাটা দুটোকে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটা দুটোর চুল্লি ভেঙ্গে ফেলে পানি দিয়ে চুলার আগুন নিভিয়ে দেয়। এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন মিয়ার মালিকানাধীন মনপুরা ব্রিকসকে ২ লক্ষ টাকা ও সাবেক উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্লার মালিকানাধীন এসআরএস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমান করে।

সেইসাথে লাইসেন্স না থাকায় ইটভাটা দুটোর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত ইটভাটা দু’টির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেষ দেয় ভ্রাম্যমান আদালত।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, ইটভাটা দুটোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে আসছে। এবং লাইসেন্স না থাকায় অবৈধ ইটভাটা দুটোর চুল্লির আগুন নিভিয়ে দিয়ে জরিমানা করা হয়েছে। এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধের নির্দেষ দেয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....