ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

হেফাজতে ইসলাম এর আন্দোলনের ফলে টাঙ্গাইলের পরীমণির অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৫, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি শোরুম উদ্ধোধনের কথা ছিল চিত্রনায়িকার পরীমণির। গত ১৫ দিন ধরে মাইকিং করে এ খবর প্রচার করে ‘অথেনটিক প্রোডাক্ট হারল্যানে স্টোর’ নামের সেই শোরুম কর্তৃপক্ষ।

তবে স্থানীয় তৌহিদী জনতার মধ্যে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। হেফাজতে ইসলামসহ বেশকিছু স্থানীয় সংগঠন পরীমণির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। একপর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।

জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত ২-৩ দিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমণির আগমন ঠেকাতে নানা কর্মসূচির ঘোষণা দেন এবং আন্দোলনসহ অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেন।

শোরুমটির মালিক মীর মাসুদ রানা বলেন, নায়িকা পরীমণির উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলাম আন্দোলন শুরু করেছিল। তারা জানান, পরীমণি আসলে সমস্যা হবে। মসজিদে-মসজিদে এ নিয়ে আলোচনা হয়েছে। হেফাজতে ইসলামের এক নেতা ফোন করে বিষয়টি জানায়। পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়। আমিও কোম্পানির সঙ্গে আলোচনা করে তাদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, হুজুররা কিছু সমস্যার সৃষ্টি করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে।


সংবাদটি শেয়ার করুন....