ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মোংলা বন্দর জেটিতে একসঙ্গে তিন বিদেশি বাণিজ্যিক জাহাজ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় দিন দিন বেড়েই চলেছে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন। বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল হওয়ায় আমদানি-রপ্তানিতে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জানুয়ারি) বন্দরের জেটিতে ভিড়েছে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এ ছাড়াও ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বন্দরের রাজস্ব আয় হয়েছে ২১০ কোটি টাকা।

বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, মোংলা বন্দর জেটিতে ভিড়েছে একদিনে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ও একটি বার্জসহ পোর্ট লিমিটের বিভিন্ন পয়েন্টে ১৭টি বিদেশি জাহাজ অবস্থান করছে।

এ বছরের ২৭ জানুয়ারি সোমবার পর্যন্ত এ বন্দরে মোট ৭৪টি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে। এসকল জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্য সামগ্রী, রিকন্ডিশন গাড়ি ইত্যাদি পণ্য খালাস বোঝাই হয়েছে।

জেটিতে আগমন তিনটি জাহাজের মধ্যে পানামা পতাকাবাহী জাহাজ এমভি কেএস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি বন্দরের ৯নং জেটিতে ভিড়েছে।
মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি মায়ের্স্ক নামক জাহাজটি বন্দরের ৭নং জেটিতে ভিড়েছে। ভারতের পতাকাবাহী এমভি জাইরা নামক জাহাজটি বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে। ইতিমধ্যে এসব জাহাজ থেকে পণ্য খালাস কাজ শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহীন রহমান বলেন, মোংলা বন্দরের কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় বন্দরে জাহাজ আগমনের সংখ্যা বেড়েছে।
রাজস্ব আয় বেড়েছে। বন্দরের ইনারবার ড্রেজিং সম্পন্ন হলে অধিক ড্রাফটের বড় জাহাজ বন্দরের জেটিতে সহজেই ভিড়তে পারবে।


সংবাদটি শেয়ার করুন....