ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

৩১ দফা পৌঁছে দিতে মনপুরায় ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান মনপুরা-ভোলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় দক্ষিণ সাকুচিয়া কোড়ালিয়া বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে ভিডিও ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা -৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ।
মনপুরা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহাজাহান শিরিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী,সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম,উপজেলা (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর,সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম শাহিন,মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী,দক্ষিণ সাকুচিয়া ইউনিয় যুবদলের সাবেক সভাপতি মোঃ জসিম রাড়ী প্রমূখ ।

এ সময় বক্তারা বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। ইতোমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দেব। জনগণের আস্থা পেতে কাজ করবো। প্রমাণ করতে হবে ধানের শীষ শান্তির প্রতীক। জনগণের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি, প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নেই।
জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মনপুরায় পাঁচটি ইউনিয়নের এই জনসভা অনুষ্ঠিত হবে ।


সংবাদটি শেয়ার করুন....