
চট্টগ্রাম কলেজ ৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘উচ্ছল ডে’ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
কলেজ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় এক প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতেই ক্লাশরুমে কলেজ জীবনের স্মৃতিচিহ্ন বহন করে উচ্ছ্বাস প্রকাশ করেন, এরপর বেলুন উড়ানো ও র্যালিতে অংশ নেন সবাই।
দ্বিতীয় পর্বে ছিল গ্যালেরিয়া অ্যাম্বিয়েন্স হলে মধ্যাহ্নভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শো। এতে প্রাক্তন শিক্ষার্থীরা কলেজ জীবনের স্মৃতিতে ফিরে যান এবং আনন্দে মেতে ওঠেন।
এই মিলনমেলায় প্রায় দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে এই প্রাণবন্ত উচ্ছল ডে চট্টগ্রাম কলেজ ৯৭ ব্যাচের স্মৃতিতে গেঁথে থাকবে।
