ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল অনুষ্ঠিত

রাকিবুল হাসান মনপুরা (ভোলা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মাগরিবেব নামাজ শেষে উপজেলা সদর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজ চত্তর এসে শেষ হয়। পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনপুরা উপজেলার আমীর মাও আমিমুল ইহসান জসিম ।

মিছিল থেকে দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সুদ-ঘুষ বন্ধ করা, অশ্লীল ছবি ও ভিডিও প্রদর্শন পরিহার, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়।

বক্তব্যে মাওলানা আমিনুন ইসলাম জসিম প্রশাসনের উদ্দেশ্যে বলেন, বাজারে কোনও ধরণের সিন্ডিকেট আমরা দেখতে চাই না। আপনারা অবিলম্বে বাজারের দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে। রমজানে সকল ধরণের অশ্লীলতা পরিহার করতে হবে। আমরা কোরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।
তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা পালালেও এখনও সরকারের উচ্চপদে তার দোসররা বসে দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। জেল থেকে সকল রাজবন্দি মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনও মুক্তি দেয়া হয়নি।
এই সময় মিছিলে উপস্থিথ ছিলেন,উপজেলার জামায়াতের সাধারন সম্পাদক মাও আলাউদ্দিন ফরাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাও ইউনুস, ওলামা বিভাগের সভাপতি মাও শামসুদ্দিন, উপজেলা কর্ম পরিষদ ও সুরা সদস্যসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।
রমজানের পবিত্রতা রক্ষা ইসলামী আন্দলোনসহ ধর্মপ্রাণ মুসলাম মুসল্লিগন উপজেলার বিভিন্ন বাজারে স্বাগত মিছিল করেন ।


সংবাদটি শেয়ার করুন....