ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
মার্চ ২, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটি একটি অপরাধ, যা সবাইকে মেনে চলতে হবে। বিশেষ করে রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত।’

রবিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ওই দুই নারী প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার পথে তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ নির্বিশেষে নিষিদ্ধ।

তিনি আরো বলেন, ‘রমজান মাসে সবাইকে সংযমী হতে হবে।
আমাদের ধর্ম উপদেষ্টাও অনুরোধ করেছেন, যেন কেউ প্রকাশ্যে খাবার গ্রহণ না করেন। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।’

পরিদর্শনের সময় ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাসঙ্গিক


সংবাদটি শেয়ার করুন....