ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

পিএসএল খেলতে আজ যাচ্ছেন নাহিদ রানা

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পিএসএল খেলতে আজ দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। নিলাম থেকে চলতি আসরের জন্য এই বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকায় টুর্নামেন্টের শুরু থেকে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে থাকা হয়নি নাহিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)আগেই জানিয়েছিল প্রথম টেস্ট শেষ করেই নাহিদ যোগ দিবেন পিএসএলে।
তাই দ্বিতীয় টেস্টে তাকে স্কোয়াডে রাখেনি বিসিবি।

নাহিদ শুরু থেকে পিএসএলে না থাকলেও, বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও লিটন দাস পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র পেয়েছিলেন। তবে মাঠে নামার আগেই চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় উইকেটরক্ষক ব্যাটার লিটনকে। অন্যদিকে, রিশাদ এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট।

নাহিদদের পরের ম্যাচ আগামীকাল (২৭ এপ্রিল), প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন নাহিদ। পেশোয়ারের স্কোয়াডে আছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরও।এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে পেশোয়ার। ২ জয় ৩ হার নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চারে আছে দলটি।


সংবাদটি শেয়ার করুন....