ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি।। দ্য স্টার নিউজ
মার্চ ২০, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলা জেলা আনন্দ টিভির প্রতিনিধি ও লালমোহন উপজেলায় দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ হান্নানকে হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বদরপুর ইউপি সচিব মো. ছিদ্দিকুর রহমান (৫৫), মো. শরিফের (২৪) বিরুদ্ধে ।

 

তারা উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের, ১নং ওয়ার্ড, কর্তারহাট বাজার এলাকার বাসিন্দা, সম্পর্কে তারা বাবা ছেলে।

 

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী সাংবাদিক হান্নান লালমোহনে থানায় একটি সাধারণ সাধারণ ডায়েরি করেন।

 

এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমানের মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিককে হত্যার বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলেন, এ বিষয়ে আমি আপনার সাথে ফোনে কোন কথা বলতে পারবো না, আপনার কিছু জানার থাকলে আপনি এসে আমার সাথে সাক্ষাৎ করে জানেন।

 

এ বিষয় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহাবুব উল আলম জানান, সাংবাদিক হান্নানকে হত্যার বিষয় আজ সকালে একটি জিডি পেয়েছি। পরবর্তীতে জিডিটি আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে বিষয়টিকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছেন ভোলা ও লালমোহন  সাংবাদিক নেতৃবৃন্দ, ভোলা ও লালমোহন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন....