ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ফারুকের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন মাহবুব আনামের

স্পোর্টস ডেস্ক
জুন ৬, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ। বিসিবির তিন পরিচালকের দিকে ষড়যন্ত্রের আঙুল তুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। তিন বিসিবি পরিচালকের মধ্যে একজন হচ্ছেন মাহবুব আনাম।
গতকাল এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফারুক যে সব মিডিয়ায় মন্তব্য করেছেন তার সবগুলোই ভিত্তিহীন বানোয়াট। সঙ্গে এমন প্রশ্নও তুলেছেন যে, ফারুক কি আসলেই মানসিকভাবে সুস্থ আছেন।

ফারুকের অভিযোগ নিয়ে মাহবুব আনাম বলেছেন, ‘ফারুক আহমেদ বিভিন্ন মিডিয়াতে অনেক বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যগুলো ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট।
আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে ওনার কিছুটা ভারসাম্য নেই। চট্টগ্রাম থেকে প্রায় ৮ কোটির বেশি টাকা বিসিবি পেত। সেখান থেকে পাঁচ কোটি টাকা রিলিফ দিয়ে সাড়ে তিন কোটি টাকা ওনি দিয়ে দিবেন। সেই টাকা দেওয়ার চুক্তিতে তিনটা কিস্তি ছিল।
আজ অবধি এক টাকাও আমরা পাইনি।’

ফারুকের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন বিসিবির আরেক পরিচালক ফাহিম সিনহাও। তিনি বলেছেন, ‘‘নির্দিষ্ট করে তিনজনের নাম বলতেছে। এটার কারণ কী হতে পারে। কারণটা আমরা খুব প্রসেস মেইনমেন্ট করা করপোরেট মানুষ।
অনিয়মগুলা আমাদের চোখেই বেশি পড়বে। ফাইন্যান্স কমিটিতে থাকার ফলে আমি কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে নাকি অসহযোগিতা করেছি। সাবেক সভাপতি যদি বলতে পারে একবারও উনি কাগজ চাইলে আমি তাকে সরবরাহ করিনি তাহলে প্রমাণ দিক।


সংবাদটি শেয়ার করুন....