ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

পালমেইরাসের কামব্যাকে শেষ ষোলোয় ‘মরণফাঁদে’ মেসিরা

অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

৩৮ বছরে পা রেখেছেন লিওনেল মেসি। মাঠেই তাকে জন্মদিনের উপহার দেওয়ার পট তৈরি করেছিল ইন্টার মায়ামির ফুটবলাররা। কিন্তু মায়ামিকে হতাশ করেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস।

মেসিনহো খ্যাত পালমেইরাসের বিপক্ষে ইন্টার মায়ামি জয়ের একদম কাছে ছিল তারা। ২-০ গোলের লিড নিয়েছিল। কিন্তু শেষ দিকে দারুণ কামব্যাকে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিলের ক্লাবটি।

এই সমতায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে পালমেইরাস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে এক গোলের ব্যবধানে দুইয়ে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ইউরোপের ক্লাব পোর্ত তিন ম্যাচের দুটিতে সমতা করে ও একটি হেরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে।

মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৬ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মায়ামি। পালমেইরাসের আক্রমণ রুখে দারুণ এক কাউন্টার অ্যাটাক করে টাডিও অ্যালেনডে স্বাগতিক দলকে প্রথম লিড এনে দেন। তাকে গোলে সহায়তা দেন লুইস সুয়ারেজ।

গোল শোধের চেষ্টা করে ব্যর্থ হওয়া পালমেইরাস দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে। ওই গোলটি করেন সুয়ারেজ। সাবেক বার্সা তারকা একাধিক পালমেইরাস ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করে বুঝিয়ে দিয়েছেন- বুড়ো হয়েছেন বটে তবে এখনো ফুরিয়ে যাননি।

পালমেইরাস ম্যাচে ফেরে ৮০ মিনিটে। বদলি নামা ফুটবলার গোল করেন। সাত মিনিট পরই কামব্যাক সম্পন্ন করেন বদলি নামা আরেক ফুটবলার মাউরিসিও। গ্রুপের অপর ম্যাচে পোর্ত আল আহলির বিপক্ষে ৪-৪ গোলের সমতা করেছে।

গ্রুপে দুইয়ে থাকায় ইন্টার মায়ামি শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি হবে। ম্যাচটি ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে। ওদিকে পালমেইরাস পেয়েছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোকে। ২৮ জুন বাংলাদেশ সময় রাত ১০টার নকআউট ম্যাচে ব্রাজিলের এক ক্লাব বিদায় নেবে। অন্য ক্লাবে শেষ আটে চলে যাবে।


সংবাদটি শেয়ার করুন....