ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার ওপরে আমাদের কারো কোনো কথা নেই

অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার ওপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যে, তারিখে বলেছে ওই তারিখেই নির্বাচন হবে।
যেই মাস বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে জোর গলায় দাবি করার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার ওপরে আমাদের কারো কিছু বলার নেই। স্যার যে, তারিখে বলেছেন, ওই তারিখেই নির্বাচন হবে। কে কী বলল, সেটা শোনার প্রয়োজন নেই। জনগণ যখন ভোটমুখী হবে, তখন কোনো শক্তি নির্বাচনের পথে বাঁধা দিতে পারবে না। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। ’

বাজার পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি বলেন, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে শাকসবজির ক্ষতি হওয়ায় দাম বেড়েছে। আলুর দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। কৃষক ন্যায্য দাম না পেলে পরবর্তী মৌসুমে আলু চাষে নিরুৎসাহিত হবে। এতে ভবিষ্যতে আলুর দাম আবার হঠাৎ বেড়ে যেতে পারে। কৃষক ও ভোক্তার স্বার্থে একটা ভারসাম্য রাখতে হবে।

তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। ফলে কৃষক ভালো দাম পায় না, আর ভোক্তাদের বেশি দামে কিনতে হয়। এ সমস্যা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলিথিনের কারণে মাটি নষ্ট হচ্ছে, পানি আটকে যাচ্ছে। এর কোনো উপকারিতা নেই, বরং ক্ষতি বেশি। তাই আমাদের সবার উচিত পলিথিন বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করা।

উপদেষ্টা আরও বলেন, একসময় পাটের ব্যাপক চাহিদা ছিল, কিন্তু বর্তমানে কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না। পাটের ব্যাগ ব্যবহারের প্রচলন বাড়লে কৃষকরা লাভবান হবেন, পরিবেশ সুরক্ষিত হবে এবং স্বাস্থ্যসম্মত বিকল্প তৈরি হবে।


সংবাদটি শেয়ার করুন....