ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

ছেলেসহ হাসপাতালে ভর্তি পরীমণি

বিনোদন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী পরীমণি। চিকিৎসকের পরামর্শে তারা হাসপাতালে ভর্তি হন। অভিনেত্রী পরীমণি শ্বাসকষ্টে এবং তার ছেলের জ্বরে ভুগছেন বলে জানা গেছে।

অসুস্থতার ইঙ্গিত দিয়ে আজ ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে পরীমণি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে।

রোববার দুপুরে পরীমণির এক ঘনিষ্টজন জানান, শ্বাসকষ্টের সমস্যার জন্য চিকিৎসক পরীমণিকে নেবুলাইজ করার পরামর্শ দিয়েছেন। এতে তার শ্বাসকষ্ট কমেছে। তবে এখনও অনেক প্রচণ্ড জ্বর। শরীরে ব্যথা আছে। তাকে কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

গেল ১০ আগস্ট ঢাকার একটি হোটেলে কাছের লোকজন নিয়ে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যর জন্মদিন উদযাপন করেন পরীমণি। পরে সেই অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শনিবার ক্ষোভ প্রকাশ করেন এই নায়িকা।

পরীমণি এক পোস্টে লিখেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমারা ডিজার্ভ করো। তোমরা ভিখারির মত মাসভরে কিছু ডলার কামাও। এই ধরণের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব।’

পরীমণির পরবর্তী সিনেমার নাম ‘গোলাপ’। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে তার। এ সিনেমায় পরীমণির বিপরীতে রয়েছেন নিরব। এই দুই তারকার প্রথম সিনেমা এটি, যার পরিচালক সামছুল হুদা।

এর আগে পরীমণি ‘ডোডোর গল্প’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। বছর দুয়েক আগে শুরু হয় ছবিটির শুটিং। এই ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।


সংবাদটি শেয়ার করুন....