ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

জেলেনস্কিকে নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ৪:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে এবং পরবর্তীতে এই দুই নেতাকে সঙ্গে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করবেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, আজ ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ছিল প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের জন্য একটি খুবই ভালো, প্রাথমিক পদক্ষেপ।

তিনি জানান, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সমন্বয় করছেন।

ট্রাম্প লিখেছেন: রাশিয়া এবং ইউক্রেনের জন্য শান্তির সম্ভাবনা নিয়ে সবাই খুবই খুশি।
বৈঠকের শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করি এবং প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজনের প্রক্রিয়া শুরু করি। সেই বৈঠক সম্পন্ন হলে, আমরা একটি ত্রিপাক্ষিক বৈঠক করব, যেখানে থাকবেন দুই প্রেসিডেন্ট এবং আমি নিজে।

উল্লেখ্য, এর আগে পুতিন সরাসরি জেলেনস্কির সঙ্গে একান্ত বৈঠকে বসতে অনীহা প্রকাশ করেছিলেন।


সংবাদটি শেয়ার করুন....