ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় জব্দের পর পুড়িয়ে ধ্বংস নিষিদ্ধ জাল

মনপুরা (ভোলা) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ নৌ-বাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শূঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলায় মনপুরায় জনতা বাজার নৌ বাহিনী পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেন । অভিযানে অবৈধ ও নিষিদ্ধ ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ ৫০ লাক্ষ টাকা বলে জানা গেছে।
সোমবার (১৮ আগষ্ট) রাত ৮টার সময় মনপুরা উপজেলা দক্ষিণ সাকুচিয়া জনতা বাজারে প্রায় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন নৌ-বাহিনীর বিশেষ দল। এ সময় জাল মালিক খবর পেয়ে পালিয়ে যায়। পরে মৎস্য কর্মকর্তার সহকারী ও থানা পুলিশ জনপ্রতিনিধি উপস্থিতিতে জনতার সামনে রাত ৯টায় জনতা বাজার নদীর তীরে আগুনে পুড়িয়ে জব্দ জাল ধ্বংস করা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট সাইদ শাহরিয়ার মাহমুদ (এল) বিএন জানান, মাছের প্রজনন রক্ষা ও নদ-নদীতে অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দ-নীয় অপরাধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে নদ-নদীর সামুদ্রিক সম্পদ ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


সংবাদটি শেয়ার করুন....