
ভোলার মনপুরা উপজেলা বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে (২০ আগষ্ট) বুধবার বেলা ১১টার দিকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে বৃক্ষ রোপণ, পরিচ্ছনতা অভিযান, ডাসবিন কর্মসুচী স্থাপন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ নুরুদ্দিন তুহিন, মোঃ ইব্রাহিম মাতাব্বর, মোস্তাক শাহিন, সানাউল্লাহ নয়ন, আহবায়ক সদস্য মোঃ আল আমিন (মুন্না) মোঃ ফারুক , মোঃ শফিক, ছাত্রদলের আহ্বায়ক একরামুল কবিরসহ উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পলাশ ও সদস্য সচিব হোসেন হাওলাদার এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।