ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ততে কাজ করছে মন্ত্রণালয়: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিদেশে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, আরব আমিরাতসহ কয়েকটি দেশে ল’ফার্ম করা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে যারা জুলাই অভ্যুত্থানকে সমর্থন দেওয়ায় আটক হয়েছিল, তাদের মধ্যে ১৮৭৬ জনকে ছেড়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফিরে আসা কর্মীদের মধ্যে পুনরায় বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের পর্যায়ক্রমে বোয়েসেল এর ব্যবস্থাপনায় ব্রুনাইতে প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে। বাকিদের দেশেই পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে।

শুধু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারে আটকে থাকতে চান না জানিয়ে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য আর আরব আমিরাতে আমরা আটকে থাকবো না, বাংলাদেশের শ্রমবাজার নিয়ে সেভাবেই কাজ করা হচ্ছে। নারী শ্রমিকদের নিয়মিত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এছাড়া প্রথমবারের মতো সৌদি আরবের সাথে চুক্তি স্বাক্ষরের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অচিরেই চুক্তিটি স্বাক্ষরিত হবে। বন্ধ থাকা শ্রমবাজার ইরাকে কর্মী প্রেরণের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষরের জন্য ইরাকের উচ্চপদস্থ টিম বাংলাদেশে আগমন করবে। সিঙ্গাপুরে দ্রুতসময়ে লোক পাঠানোর জন্য সত্যায়ন প্রক্রিয়া প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। মালয়েশিয়ায় যারা আগের চুক্তির আওতায় যেতে পারেননি, তাদের মধ্য থেকে প্রথম ধাপে ৮ হাজার শ্রমিক পাঠানো হচ্ছে। আগের সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী মালয়েশিয়া নিজস্বভাবে তালিকা থেকে শ্রমিক নির্বাচন করছে, এবং এই চুক্তি এখনো বলবৎ রয়েছে।

রেমিট্যান্স পাঠানো সহজ করার বিষয়ে তিনি বলেন, সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসীরা, প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে। কেয়ার গিভারদের ৬ মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, এক বছরে দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আইনগত পরিবর্তন এবং সংস্কার হয়েছে। তবে এক বছরের মধ্যে পুরো সংস্কার সম্ভব না, ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে সত্যিকারের পরিবর্তন সম্ভব হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে স্বচ্ছতার আওতায় আনতে কাজ করা হচ্ছে, তবে ফেইক ডকুমেন্টেশন বন্ধের প্রক্রিয়া একদিনে সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আইএলও এর সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা প্রদানের জন্য ওভারসিজ এমপ্লয়মেন্ট প্লাটফর্ম (ওইপি) এর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। এটি একটি সমন্বিত অনলাইন পদ্ধতি যা বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী ব্যক্তির, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা, বাংলাদেশ মিশন এবং বিএমইটি প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রদান করতে পারবে।

এছাড়া বৃহত্তর ২১টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) হতে বহির্গমন ছাড়পত্র বিকেন্দ্রীকরণের নিমিত্ত প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....