ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে লিফটের গর্তে পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

সাভারে একটি নির্মাণাধীন ভবনের লিফটের জায়গার জমাট ময়লা পানিতে পড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার বিকাল পাঁচটার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন স্বরণিকা আবাসিক এলাকার আমিনুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশকে না জানিয়েই শিশুটির লাশ গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকালে সাড়ে তিন বছরের শিশু তৌফিক তার বাবা রাজমিস্ত্রি ফারুকের সঙ্গে ওই বাড়িতে যান। এসময় শিশুটি অসাবধানতাবশত লিফটের পানিতে পড়ে যায়। ব্যাপক খুঁজাখুজির পর তাকে মৃতদেহ লিফটের গর্তে পাওয়া যায়। পরে পুলিশকে না জানিয়ে রাতেই শিশুটির লাশ তার গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেয়। এ ঘটনায় এলাকাবাসী ওই বাড়ির মালিকের বিচার দাবি করেছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন,কোন প্রকার সেফটি ছাড়াই ওই নির্মাণাধীন বাড়িতে কাজ করছে নির্মাণ শ্রমিকরা।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।


সংবাদটি শেয়ার করুন....