
আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বাসটি দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী নিয়ে কাবুলে আসছিল। পরে কাবুলের আর্গান্দি এলাকায় এলে বাসটি উল্টে যায়।
অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৭ জন আহত হয়েছেন।
মাত্র এক সপ্তাহ খানেক আগেও আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছিল। এ ঘটনায় প্রায় ৮০ জনের প্রাণহানি হয়েছিল।