
মুন্সীগঞ্জ শহরে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের বড় বাজার-সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন, গাইবান্ধার শাহীন ইসলাম (২৮), রংপুরের ফিরোজ মিয়া (১৮) ও বগুড়ার মোহাম্মদ ইব্রাহিম (২৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ওই বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা লাগাতে প্রথমে একজন নিচে নামেন।
এ সময় ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধারে আরো দুজন নিচে নামেন। তারাও অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
শাহিনের সঙ্গে কাজ করতে আসা পাভেল বলেন, শাহীন আর আমরা একসঙ্গে মুন্সীগঞ্জ স্টেডিয়ামের কাছে ভাড়া থেকে কন্ট্রাক্টারের আন্ডারে বাড়ি নির্মাণ কাজ করি। শাহিন এখানে একটি বিল্ডিং নির্মাণের কাজ করছিল। পাশে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসা একজন ওকে ডেকে নিয়ে যায়। পরের ট্যাংকে নেমে শাহিনসহ তিনজন মারা যান।
ওর বাড়ি গাইবান্ধা জেলায়।
মুন্সীগঞ্জ ডোমকল বাহিনীর সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনজনের মরদেহ উদ্ধার করি। সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।