ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় শিশুদের অনলাইন নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, রয়েছে ঝুঁকি

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

অস্ট্রেলিয়া সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে। আগামী ডিসেম্বর থেকে এটি বাস্তবায়নের কথা রয়েছে। তবে বয়স যাচাইয়ের জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, সেগুলোর প্রতিটিতেই রয়েছে সীমাবদ্ধতা ও গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা।

দেশটির সরকার জানিয়েছে, শিশুদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্বজুড়ে নজর কাড়ছে।
নতুন আইনের আওতায় ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ সব বড় প্ল্যাটফর্মকে বাধ্যতামূলকভাবে বয়স যাচাই করে নতুন অ্যাকাউন্ট তৈরি ঠেকাতে হবে এবং ১৬ বছরের কম বয়সীদের বিদ্যমান অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বয়স যাচাইয়ের জন্য পরিচয়পত্র যাচাই, অভিভাবকের সম্মতি, কিংবা মুখের অবয়ব ও আচরণ বিশ্লেষণভিত্তিক প্রযুক্তি ব্যবহারযোগ্য হলেও, এসবের প্রতিটিতেই রয়েছে ত্রুটি ও ঝুঁকি। সরকারি নথি দিয়ে যাচাই সবচেয়ে নির্ভরযোগ্য হলেও এতে ব্যক্তিগত তথ্য ফাঁস ও গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা বেশি। মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কার্যকর হলেও কিশোর বয়সীদের ক্ষেত্রে নির্ভুলতা অনেক কম।
এ ছাড়া প্রতারণা রোধে প্রযুক্তি কোম্পানিগুলো নথি জালিয়াতি ও ভিপিএন ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায় খুঁজছে।

অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস জানিয়েছেন, বয়স যাচাইয়ের জন্য এখনো কোনো ‘একক সমাধান’ নেই। তবে এটি গোপনীয়তা রক্ষা করেই বাস্তবায়নযোগ্য হতে পারে। তিনি প্ল্যাটফর্মগুলোকে ১০ ডিসেম্বরের মধ্যে বয়স যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিয়ম লঙ্ঘন করলে প্রযুক্তি কোম্পানিগুলোকে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। তবে যৌক্তিক পদক্ষেপ বলতে কী বোঝানো হবে, তা এখনো নির্দিষ্ট নয়।

সরকারি জরিপ বলছে, বেশিরভাগ অস্ট্রেলীয় নাগরিক ১৬ বছরের আগে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে। তবে কিছু মনোবিদ ও শিশু বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন—এই নীতি শিশুদের অনলাইন দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারে। তাদের মতে, এতে শিশুরা আরো অনিয়ন্ত্রিত ও নিরাপত্তাহীন অনলাইন প্ল্যাটফর্মের দিকে ঝুঁকতে পারে।
তারা পরামর্শ দিয়েছেন, বরং সরকার যেন ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর হয় এবং শিশুদের ইন্টারনেট ব্যবহারে সচেতন ও প্রস্তুত করে তোলে।


সংবাদটি শেয়ার করুন....