ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় বজ্রপাতে এক কাঁকড়া শিকারী সহ ৮ টি গরু ও মহিষের মৃত্যু হয়

রাকিবুল হাসান,মনপুরা(ভোলা)প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারি মৃত্যুবরণ করে। এছাড়াও বজ্রপাতে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের আঘাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে। এতে তাদের আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে বজ্রপাতে উপজেলার কাজির চর ও উত্তর সাকুচিয়া এবং হাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এই সময় উপজেলার সর্বত্র আধাঘন্টা ব্যাপি বজ্রপাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত কাঁকড়া শিকারী জীবন দাস (৫০) উপজেলার চরকলাতলী এলাকার হিন্দু আবাসনের বাসিন্দা ছিলেন। তিনি কাজির চর এলাকায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে চরকলাতলী এলাকায় নিয়ে আসেন।

অপরদিকে বজ্রপাত পড়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন ও জাকিরে ২ টি গরু, হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিনের ৩ টি গরু, একই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একটি মহিষ, কলাতলী ইউনিয়নের একটি মহিষের মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্থ কৃষক জিয়াউদ্দিন জানান, তার ৩টি গরু গোয়াল ঘরে বেঁধে রেখেছিলেন। হঠাৎ করেই একটি বিকট শব্দে গোয়ালঘরের কাছে বজ্রপাত হয়। এতে গোয়ালে থাকা তিনটি গরু মারা যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
এছাড়াও নিজেদের শেষ সম্ভলটুকু হারিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের আহাজারি যেন থামছেই না। গরুর পাশে বসেই অঝরে কাঁদছেন তারা।
মনপুরায় এই ভয়াবহ বজ্রপাতে অনেক শিশু আহত হয়েছে বলে জানা গেছে ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকাড়ী ও গরু-মহিষের মৃত্যুর থবর পাওয়া গেছে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) ফজলে রাব্বি জানান, বজ্রপাত পড়ে একজনের মৃত্যুসহ গরু-মহিষের মৃত্যুর হয়।


সংবাদটি শেয়ার করুন....