
নীল হুরেজাহান। তারকা উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। টেলিভিশনের পাশাপাশি স্টেজে ও বিভিন্ন লাইভ অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা করছেন। সম্প্রতি গীতিকবি হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি গানের মডেল হয়ে দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন। এ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন রাসেল আজাদ বিদ্যুৎ
রাফার গাওয়া ‘জোছনা মাখা গন্ধ’ গানটি প্রকাশ না পেলে কখনও কি জানার সুযোগ হতো, একজন গীতিকবি নিজের ভেতর লুকিয়ে রেখেছেন?
গীতিকবি পরিচয় কোনো এক সময় হয়তো প্রকাশ পেলেও পেতে পারত। ছোটবেলা থেকে যেহেতু লেখালেখি করি, সেহেতু মনের তাগিদে নিজের লেখাগুলো নিয়ে কিছু একটা করার চেষ্টা হয়তো করতাম। কী করতাম, তা নিয়ে আলাদা করে ভাবতে হয়নি রাফার কারণে। এই শিল্পী ও সংগীতায়োজক আমার গীতিকথাগুলো নিয়ে পূর্ণাঙ্গ অ্যালবাম করার সাহস দেখিয়েছেন। রাফার পুরো অ্যালবামের গানগুলোই আমার লেখা। তাঁর কারণেই গীতিকবি হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে।
রাফার মতো জনপ্রিয় একজন শিল্পী পুরো অ্যালবামের গান লেখার বিষয়টি চ্যালেঞ্জিং মনে হয়েছিল কি?
কোনো কাজই সফল হয় না, যদি সহকর্মীদের সঙ্গে একে অপরের পছন্দ ও মতের মিল না থাকে। এদিক থেকে রাফার ও আমার চিন্তাধারায় খুব একটা পার্থক্য ছিল না। অ্যালবামের শুরু থেকে আমারা জানতাম, দর্শক-শ্রোতার কাছে কী তুলে ধরতে যাচ্ছি। এমন নয় যে, যা ইচ্ছা হয়েছে করে ফেলেছি। কথা, সুর, সংগীতায়োজনের যেমন অনেক কাটাছেঁড়া হয়েছে, তেমনি গান রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত কাজে অনেক পরিবর্তন-পরিমার্জন করা হয়েছে। প্রায় এক বছর সময় লেগেছে অ্যালবামটি তৈরি করতে। সবশেষে যখন মনে হয়েছে, কাজটি পরিকল্পনামাফিক করতে পেরেছি, তখনই ‘আমার হারিয়ে যাওয়ার শুরু’ অ্যালবামের গানগুলো প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘আমার হারিয়ে যাওয়ার শুরু’ অ্যালবামের বাকি গানগুলো কবে নাগাদ প্রকাশ পাবে?
রাফা জানিয়েছে, শিগগির অ্যালবামের অন্য গানগুলো একে একে প্রকাশ করা শুরু করবে। সেই হিসেবে নতুন গানের জন্য শ্রোতাদের বেশিদিন অপেক্ষায় থাকতে হবে বলে মনে হয় না।
নিজের লেখা ‘জোছনা মাখা গন্ধ’ গানে নিজেকে মডেল হিসেবে দেখার অনুভূতি কেমন ছিল?
সত্যি বলতে কী, ‘জোছনা মাখা গন্ধ’ ট্রেলার প্রকাশের পর অন্যরকম এক অনুভূতি হচ্ছিল। সেই অনুভূতি সামাজিক মাধ্যমে সবার সঙ্গে শেয়ারও করেছি। লিখেছিলাম, নিজেকে শান্ত রাখা কঠিন হয়ে পড়েছে, যখন দেখছি পাচ্ছি আমার লেখা কথাগুলো একেকটি সুন্দর গানে রূপান্তরিতে হচ্ছে। এমন কিছুর সাক্ষী হতে পারার অনুভূতি সত্যি অন্য রকম, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আসলে এসবই সম্ভব হয়েছে রায়েফ আল হাসান রাফার জন্য। ভালো লাগা আরও বেড়ে গেছে আমার বন্ধু জেইরান মেহরনুশ জুহি এবং তার দলের অসাধাণ মিউজিক ভিডিওটি নির্মাণে দেখে।’
গানের প্রসঙ্গ তো হলো, এবার বলুন গীতিকবি হিসেবে পথ চলতে গিয়ে উপস্থাপক নীল হুরেজাহান পিছিয়ে পড়বে না তো?
আমি তা মনে করি না। ভালো লাগা থেকে অভিনয় ও মডেলিং করছি। নাতাশার ‘কেন আসলি না’, ইমরান ও পূজার ‘তুমি শুধু আমার’ ছাড়াও কদিন আগে শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায়-২’ গানে মডেল হয়েছি। দর্শক-শ্রোতার সাড়াও পেয়েছি। এ ছাড়াও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের মিউজিক্যাল ফিল্ম ‘আধা’সহ ওয়েব সিনেমা ‘সেকশন ৩০২’, ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও দর্শক ভালোবাসা কুড়িয়েছি। তার পরও উপস্থাপক পরিচয়কে ছাপিয়ে যেতে পারিনি। পারিনি, কারণ নিজেই উপস্থাপক পরিচয়কে বড় করে দেখি। মানসম্পন্ন এবং ব্যতিক্রমী অনুষ্ঠান সঞ্চালনার ভবিষ্যতেও এই উপস্থাপক পরিচয় তুলে ধরতে চাই।
নানা ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেন। এত সব বিষয়ে পারদর্শী হয়ে উঠলেন কীভাবে?
সব বিষয়ে যে অনেকের জানাশোনা আছে, এমন নয়। যখন যে ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করি, তখন সেই বিষয় নিয়ে পড়াশোনার পাশাপাশি নির্মাতা ও আয়োজকদের সঙ্গে আলোচনা করি। বিষয়ের গভীরে কীভাবে প্রবেশ করতে হয়, তা নিয়ে পরামর্শ করেই ক্যামেরার সামনে দাঁড়ানো কিংবা মঞ্চে পা রাখার সিদ্ধান্ত নিই। এক কথায়, যখন যা কিছু করি সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকে।
