
ভোলার মনপুরায় কৃষি উন্নয়নে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা খামার বাড়ির উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ ও জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এআরএম সাইফুল্লাহ।
প্রশিক্ষনে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে করনীয় বিষয়ে ওয়ার্ড পর্যায়ের কৃষক-কৃষানীদেরকে দিক নির্দেশনা দেয়া হয়। দুই দিন ব্যাপী প্রশিক্ষনের আজ প্রথম দিন অনুষ্ঠিত হয়। আগামীকাল প্রশিক্ষনের দ্বিতীয় সেশন একই স্থানে অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, জেলা উপসহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা উপসহকারি কর্মকর্তা মোঃ আবুল কালাম, আরটিভি প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকত প্রমূখ।
