ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন তিনটি,মাহিদুলের অভিষেক

ক্রীড়া প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪ ৪:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আগের দিন দলের সঙ্গে যোগ দেওয়া মাহিদুল ইসলাম অঙ্কন টেস্ট ক্যাপও পেয়ে গেলেন। বাংলাদেশের ১০৬তম টেস্ট ক্রিকেটার তিনি।অসুস্থতার কারণে খেলতে পারছেন না লিটন কুমার দাস। অভিষেক টেস্টে তাই কিপিং গ্লাভস থাকবে মাহিদুলের হাতে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচ খেলে তিন সেঞ্চুরিতে দুই হাজারের কাছাকাছি রান করেছেন ২৫ বছরবয়সী ক্রিকেটার। ব্যাটিং গড় ৩০.৬৯। এবার জাতীয় লিগের প্রথম ম্যাচে ঢাকা বিভাগের হয়ে সেঞ্চুরি করেছেন তিনি। তবে তিনি কুমিল্লার ছেলে।

বাংলাদেশের একাদশে পরিবর্তন আছে আরও দুটি। অনুশীলনে কানকাশনের কারণে জাকির আলি ছিটকে গেছেন আগেই। এছাড়া বাদ পড়েছেন মিরপুর টেস্টে ভালো করতে না পারা নাঈম হাসান। একাদশে ফিরেছেন ব্যাটসম্যান জাকির হাসান ও ফাস্ট বোলার নাহিদ রানা।

বাংলাদেশ বোলিং আক্রমণ সাজিয়েছে তাই দুই পেসার, দুই স্পিনার নিয়ে। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ব্যাটসম্যানও আছেন আটজন।বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
টস জয় দক্ষিণ আফ্রিকার

মুদ্রা নিক্ষেপে এইডেন মার্করাম ডাবলেন ‘টেইল।’ ভাগ্যকে পাশেও পেলেন তিনি। টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বেছে নিলেন ব্যাটিং।বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও। তবে উইকেট তার কাছে ভালো মনে হচ্ছে। তাই পরে ব্যাটিং করতেও তার আপত্তি নেই।

দক্ষিণ আফ্রিকার দুই লক্ষ্য
এই সিরিজের আগে উপমহাদেশে ১০ বছর ধরে কোনো টেস্ট জয় ছিল না দক্ষিণ আফ্রিকার। অনভিজ্ঞ দল নিয়েও মিরপুরে দারুণ জয়ে সেই খরা কাটিয়েছে তারা। চট্টগ্রামে আরেকধাপ এগিয়ে সিরিজ জয়ের অভিযানে নামবে প্রোটিয়ারা। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলন ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, তাদের ভাবনায় আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও।
বাংলাদেশের চ্যালেঞ্জ

জয়ের আশা নিয়ে শুরু করেও মিরপুর টেস্টে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থ হয়েছে বাজেভাবে। প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর বোলারদেরও ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল সামান্য। শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর বাংলাদেশের লড়াই এখন ঘুরে দাঁড়ানোর।

ম্যাচের আগে অবশ্য খুব আদর্শ অবস্থায় নেই দলের আবহ। প্রথম টেস্টের আগে যেমন সাকিব আল হাসানের দেশে ফিরতে না পারা ঘিরে উত্তপ্ত ছিল পরিস্থিতি, এই টেস্টের আগেও মূল আলোচনা নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়া নিয়ে। মাঠের বাইরের সবকিছুকে আড়াল করে মাঠের ক্রিকেটে নিজেদের কতটা মেলে ধরতে পারে দল, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।


সংবাদটি শেয়ার করুন....