
হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের চুক্তি নবায়ন করবে না বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহের সুপারিশে নিয়োগ পাওয়া মুরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ এই অস্ট্রেলিয়ানকে দ্বিতীয় মেয়াদে রাখার ব্যাপারে আগ্রহী নন।
এইচপি ও জাতীয় দলের কোচ নিয়োগ ও জাতীয় দলে প্রযুক্তির সংযোজনে ভূমিকা রয়েছে মুরের। মূলত হাথুরুসিংহের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ ছিলেন তিনি। হাথুরুসিংহে ও মুর নিউ সাউথ ওয়েলসে কাজ করতেন। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে যোগ দেওয়ার আগে বিসিবিতে তাঁর এ সহকর্মীর চাকরি নিশ্চিত করেছিলন। এইচপি থেকে ডেভিড হেম্পকে জাতীয় দলে প্রমোশন দেওয়ার ক্ষেত্রেও হাত ছিল ডেভিড মুরের। যদিও হেম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে বাদ দেওয়া হয়েছে।
মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়ায় হেম্পের প্রয়োজন ফুরায়। সম্প্রতি জাতীয় লিগের ম্যাচ দেখে সময় পার করেছেন তিনি।
জাতীয় দল থেকে বাদ দিলেও হেম্পকে বিদায় করা হচ্ছে না। বিসিবির একটি সূত্র জানায়, এইচপির প্রধান কোচ হিসেবে নতুন নিয়োগ পাবেন তিনি। হেম্প এইচপির প্রধান কোচই ছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটারদের কোচ হিসেবে দারুণ কাজ করেন তিনি। বিশেষ করে ব্যাটিংটা ভালো শেখান। নিজেও একজন ভালো ব্যাটার ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ হাজার রান আছে তাঁর। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাই হেম্পকে রেখে দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন।
