ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

অবশেষে গুচ্ছ ছাড়ল খুবি, আবেদন শুরু জানুয়ারিতে

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব স্কুলের ডিন ও ডিসিপ্লিনের প্রধানদের এক মতবিনিময় সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফেরার দাবি তুলছিলেন। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে একক ভর্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে করোনাকালীন শিক্ষাসংকট মোকাবিলা করতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তিপ্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পরে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ভর্তির দীর্ঘসূত্রিতা ঘিরে নানা সমালোচনা শুরু হয়।


সংবাদটি শেয়ার করুন....