ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মসজিদের মাইকে আসে ব্যাংকে ডাকাত পড়ার খবর

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশ করেছে। তাদের আটক করতে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে।

স্থানীয় মসজিদের মাইকে ব্যাংকের ওই শাখায় ডাকাত পড়ার খবর খবর দেওয়া হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে ব্যাংকের গেটে তালা দিয়ে ডাকাতদের অবরুদ্ধ করে রেখেছেন।

তবে ভেতরে কতজন আছেন সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।


সংবাদটি শেয়ার করুন....