ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

স্টোকসের পর রুটও খেলবেন না আইপিএল

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৬, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

দি স্টার নিউজ, স্পোর্টস ডেস্ক।।  ইনজুরির কারণে আইপিএলের আগামী আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেন স্টোকস। এবার একই পথ ধরলেন তার স্বদেশি জো রুট।

আইপিএলের আগামী আসরে খেলবেন না তিনিও। এমনটাই জানিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।

এক বিবৃতিতে রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেন,  ‘খেলোয়াড় ধরে রাখার আলোচনা করার সময়ে জো (রুট) আগামী আইপিএলে না খেলার কথা আমাদের জানিয়েছে। খুবই অল্প সময়ে জো ফ্র্যাঞ্চাইজি ও তার আশপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব রাখতে পেরেছে। দলে যে অভিজ্ঞতা জো নিয়ে এসেছিল, সেটা মিস করব। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। ’

বিবৃতিতে রাজস্থান আরও জানায়, ‘৩২ বছর বয়সী রুট প্রচুর গভীরতা ও অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। যা ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যশস্বী জসওয়ালের মতো দলের অনেক তরুণ খেলোয়াড়ের জন্য শেখার অভিজ্ঞতায় কাজে দিয়েছে। ‘

গত বছর ভিত্তিমূল্য এক কোটি রুপি দিয়ে রুটকে কিনে নেয় রাজস্থান। যদিও মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পান ডানহাতি এই ব্যাটার। তাতে ব্যাটিং করার সুযোগ পান মাত্র একটিতে।


সংবাদটি শেয়ার করুন....