
দি স্টার নিউজ, স্পোর্টস ডেস্ক।। আইপিএলের আগামী আসরের জন্য নতুন করে দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আজ পর্যন্ত সময় ছিল পুরোনো খেলোয়াড়দের ধরে রাখার।
কিন্তু দিল্লি ক্যাপিটালসের সেই তালিকায় জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে ছেড়ে দিয়েছে তারা।
২০২২ সালে দুই কোটি রুপি ভিত্তি মূল্য দিয়ে মোস্তাফিজকে কিনেছিল দিল্লি। সেই আসরে ৮ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই পেসার। পরের আসরে তাকে ধরে রাখে দিল্লি। কিন্তু গতবার কেবল ২ ম্যাচই খেলার সুযোগ পান মোস্তাফিজ। উইকেট নিয়েছেন মাত্র একটি।
মোস্তাফিজসহ এবার দিল্লি ছেড়ে দিয়েছে রাইলি রুশো, চেতন সাকারিয়া, রোভমান পাওয়েল, মনিশ পান্ডে, ফিল সল্ট, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমান খান ও প্রিয়ম গর্গকে। দিল্লি আইপিএলে মোস্তাফিজের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এই পেসার।