ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

কলকাতায় জায়গা হলো না সাকিব-লিটনের

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৬, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

দি স্টার নিউজ, স্পোর্টস ডেস্ক।।  মোস্তাফিজুর রহমানের পর এবার আইপিএলে দল ছাড়া হলেন সাকিব আল হাসান ও লিটন দাসও। আগামী আসরের জন্য তাদের ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।

পুরনো খেলোয়াড়দের ধরে রাখার জন্য আজই ছিল শেষ সময়। সেই তালিকায় জায়গা হয়নি সাকিব-লিটনের।

গত আসরে দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছিল কলকাতা। কিন্তু ব্যক্তিগত কারণে সেই আসরে খেলেননি সাকিব। তবে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। তবে তাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি ডানহাতি এই ওপেনার। সেই ম্যাচে কেবল ৪ রানই করেন তিনি। নিলাম থেকে তাকে ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা।

সাকিব-লিটন ছাড়াও টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, মন্দীপ সিং, কুলোয়ান্ত খেজরোলিয়া, এন জগদেশান, ডেভিড ভিসে, আরিয়া দেসাই, জনসন চার্লসকেও ছেড়ে দিয়েছে কলকাতা।

এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে গত দুই আসরে খেলেছিলেন মোস্তাফিজ। কিন্তু এবার তাকে ছেড়ে দিয়েছে দিল্লি।


সংবাদটি শেয়ার করুন....