ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় জয়ার ছবি

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আজ দুপুরে হঠাত করেই ফেসবুক পেজে নতুন ছবি প্রকাশ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খানিকটা খোলামেলা ধাঁচের এই ছবি জয়ার ভক্তরা যেন লুফে নিয়েছেন। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে যার চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মা।ভারতীয় ইতিহাসের নানাক্ষেত্রে বিচরণের জন্য এই চিত্রকরকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী বলা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। জয়ার ছবিতেও আছে সেই ধাঁচ।

এদিকে সময়টা দারুণ যাচ্ছে জয়া আহসানের। দিন দুই আগেই জানা গেছে, তাঁর অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি জায়গার করে নিয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। অভিনেত্রীর ফেসবুক থেকে

এদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা। আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর।


সংবাদটি শেয়ার করুন....