ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত জাপানের তোমিকো ইতুকা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। দেশটির সরকারি টেলিভিশন এনএইচকে শনিবার জানায়, গত ২৯ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় হিয়োগো প্রদেশের আশিয়ায় একটি অবসর নিবাসে তিনি মারা যান।

প্রথম বিশ্বযুদ্ধের আগে ১৯০৮ সালের ২৩ মে জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন এই নারী। তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তাঁর চারটি সন্তান ও পাঁচ নাতি-নাতনি ছিল। আশিয়ার মেয়র রিওসুকে তাকাশিমা তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

২০২৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর গিনেস রেকর্ডসে ইতুকাকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। সম্প্রতি জাপানের ১১২ বছর বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয় গিনেস।

দীর্ঘ আয়ুর প্রাপ্তিতে খ্যাতি আছে জাপানের জনগণের। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায়ও আছেন দেশটির বেশ কয়েকজন। গত সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী ৯৫ হাজারের বেশি মানুষ আছেন, যার ৮৮ শতাংশই নারী। এক দশক আগে দেশটিতে ১০০ বছর বয়সী মানুষ ছিলেন প্রায় ৬৮ হাজার। যদিও ১৯৬৩ সালে এ সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। সূত্র: ডয়চে ভেলে।


সংবাদটি শেয়ার করুন....