ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মুনীর চৌধুরী-মোহাম্মদ জাকারিয়া পদক পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৮, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

দ্য স্টার নিউজ, ঢাকা: শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ২০২৩ সালের পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে থিয়েটার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন নাট্য নির্দেশক ও গবেষক কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পাচ্ছেন তরুণ নির্দেশক বাকার বকুল। আইএফআইসি ব্যাংকের সৌজন্যে এ পদক দু’টির অর্থমূল্য যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৮৯ সাল থেকে বাংলা নাটকে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী সম্মাননা এবং ১৯৯৭ সাল থেকে প্রতি বছর একজন তরুণ নাট্যকর্মীকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দিয়ে আসছে থিয়েটার।

এ বছরের পদক প্রদান অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


সংবাদটি শেয়ার করুন....