ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতে কাঁটাতার স্থাপন প্রয়োজনীয় পদক্ষেপ: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার জন্য সীমান্তে কাঁটাতার স্থাপন একটি প্রয়োজনীয় পদক্ষেপ। ভারত আশা করে, বাংলাদেশ এই বিষয়ে দু’দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রটোকল ও চুক্তিগুলোকে সম্মান করবে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছিলেন, ঢাকা এ নিয়ে অতীতের সব চুক্তি পর্যালোচনা করতে চায়।

এ বিষয়টি তুলে ধরে জসওয়াল বলেন, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামের সামনে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। গত ১৩ জানুয়ারি নয়াদিল্লিতে যখন তাঁকে তলব করা হয়েছিল, তখন ভারতের পক্ষ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়, সীমান্তে কাঁটাতারসহ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ভারত দুই সরকারের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সব প্রোটোকল এবং চুক্তি মেনে চলে।

জসওয়াল আরও বলেন, পণ্যের চোরাচালান, মানুষ ও গরু পাচার বন্ধে কাঁটাতারের বেড়ার সঙ্গে সঙ্গে সীমানা লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মতো যেসব উদ্যোগ নেওয়া হবে, তা সীমান্ত সুরক্ষিত করার বাস্তবিক পদক্ষেপ। ভারত আশা করে, বাংলাদেশ পূর্বের সব চুক্তিকে সম্মান করবে। একই সঙ্গে আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের আশা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন দেখতে চায়। এই মন্তব্যের বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান একাধিকবার জানানো হয়েছে। আমরা একটি ইতিবাচক দিকে অগ্রসর হওয়ার লক্ষ্য রাখি। আমরা চাই ভারত-বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের জনগণের স্বার্থে উন্নতি লাভ করুক। এটাই আমাদের দৃষ্টিভঙ্গি।


সংবাদটি শেয়ার করুন....