ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

তুরস্কের স্কি রিসোর্টে আগুনে নিহত বেড়ে ৬৬

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

তুরস্কের বোলু পর্বতমালার একটি স্কি রিসোর্টে আগুনের ঘটনায় নিহত বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। মাঝরাতে আগুন লাগার পর হোটেলের অতিথিরা আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়েন।

স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানান, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় ৫১ জন আহত হয়েছেন।

টিভি ফুটেজে দেখা গেছে, ১১ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা।

বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে ভোর ৩:৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও বলেন, কাঠের তৈরি রিসোর্টে সে সময় ২৩৪ জন অতিথি ছিলেন।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে হোটেলের একজন অতিথি বলেন, আগুন থেকে বাঁচার জন্য লোকজন জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। অগ্নিকাণ্ডের সময় হোটেলের ছাদে দু’জন নারীকে দেখা যায়। আগুন কাছাকাছি আসায় তারা সেখান থেকে লাফিয়ে পড়েন।

প্রসঙ্গত, বোলু প্রদেশের কার্তালকায়া হচ্ছে তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। রিসোর্টটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত।


সংবাদটি শেয়ার করুন....