ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পোটোম্যাক নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বর্তমানে অনুসন্ধান ও উদ্ধারকারী নৌকাগুলোকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ এখনো জানায়নি সংঘর্ষে কেউ আহত বা নিহত হয়েছে কি না। এদিকে একজন মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা সিবিএসকে নিশ্চিত করেছেন, ‘হেলিকপ্টারটি সেনাবাহিনীর ছিল।’

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি একটি বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ আঞ্চলিক জেট। এটি ৬৫ জন যাত্রী ধারণ করতে পারে।
স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রানওয়ের কাছে আসার সময় মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজটির সংঘর্ষ হয়। সংস্থাটির মতে, উড়োজাহাজটি ছিল আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৫৩৪২, যা ক্যানসাসের উইচিটা থেকে আসছিল।

এদিকে সিবিএস নিউজ জানিয়েছে, ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া আমেরিকান এয়ারলাইনসের বিমানটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

নতুন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ এক্সে বলেছেন, ‘পেন্টাগন পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রয়োজনে সব সহায়তা করার জন্য প্রস্তুত। সবার জন্য প্রার্থনা করুন।’

এক্সের একটি পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ লিখেছে, জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর বিমানবন্দরে টেকঅফ এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্ত করছে।

মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, একাধিক সংস্থার সহায়তায় পোটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি পুলিশ বিভাগের নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে পোস্ট করে জানিয়েছেন, ‘তিনি পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন।’ তিনি আরো বলেন, ‘আজ সন্ধ্যায় রিগ্যান বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুর্ঘটনায় পতিত হওয়া সবার জন্য দয়া করে প্রার্থনা করুন।’

সূত্র : বিবিসি


সংবাদটি শেয়ার করুন....