ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

গাজায় ইসরায়েলি হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ইসরায়েলি বিমান হামলায় রবিবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ইসরায়েল ও যোদ্ধারা জিম্মি-বন্দি বিনিময়ের এক দিন পর এ হামলা হলো। গাজা শাসনকারী হামাস এ তথ্য জানিয়েছে।

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে জানায়, হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও তৃতীয় একজন গুরুতর আহত হয়েছেন।
তারা রাফা শহরের পূর্বে আল-শৌকা এলাকায় ত্রাণের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিলেন। পরবর্তীতে তৃতীয় কর্মকর্তাও মারা গেছেন বলে মন্ত্রণালয় একটি হালনাগাদ বিবৃতিতে জানায়।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে জানায়, তাদের বিমানবাহিনী ‘কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে হামলা করেছে, যারা দক্ষিণ গাজা উপত্যকার দিকে সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিল।’

ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিরতি এনেছে।
এরপর ইসরায়েল গাজায় আরো একটি বিমান হামলা চালিয়েছিল। ২ ফেব্রুয়ারি তারা জানায়, তাদের একটি বিমান গাজা শহরের কেন্দ্রে ‘সন্দেহজনক একটি গাড়ির দিকে’ গুলি ছুড়েছে।

যুদ্ধবিরতির শর্তগুলো পরীক্ষার জন্য আরো একবার চ্যালেঞ্জ আসে, যখন হামাস জানায়, তারা শনিবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে ন। এর জন্য তারা ইসরায়েলকে চুক্তির শর্ত ভঙ্গের জন্য দায়ী করে, বিশেষ করে সহায়তা প্রবেশের ব্যাপারে।
প্রতিবাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেন, হামাস যদি শনিবার দুপুর ১২টার মধ্যে জিম্মিদের ফিরিয়ে না দেয়, তাহলে গাজায় ‘তীব্র লড়াই’ আবার শুরু হবে। পরে কাতার ও মিসরের তীব্র মধ্যস্থতার পর শনিবার সর্বশেষ বন্দি-জিম্মি আদান-প্রদানটি সম্পন্ন হয়।

সূত্র : এএফপি


সংবাদটি শেয়ার করুন....