ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

‘অবৈধ বাংলাদেশি’ ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর হুমকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
মার্চ ২, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

দিল্লি ও এর আশপাশে বাস করা ‘অবৈধ বাংলাদেশি’ ও রোহিঙ্গাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আবারও হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ জন্য এরই মধ্যে দিল্লি পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার নিজ কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অমিত শাহ এ নির্দেশনা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, দিল্লিসহ আশপাশের এলাকায় বসবাসরত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ব্যাপারে জানতে চান অমিত শাহ। ওই কর্মকর্তা বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি– দিল্লির যেসব কলোনিতে বাংলাদেশি ও রোহিঙ্গারা বসবাস করে, সেগুলো নিরীক্ষা করা হচ্ছে। যারা ভুয়া নথি বা কোনো নথি ছাড়াই বসবাস করছে, তাদের শনাক্তের কাজ শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে হালনাগাদ তথ্য জানানোর পর তিনি বলেছেন, অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ ব্যাপারে আমাদের সবার কঠোর হতে হবে। অবৈধ অভিবাসীদের অবশ্যই যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে।

অমিত শাহ পুলিশ কর্মকর্তাদের আরও বলেন, এটি একটি বড় নেটওয়ার্ক। যে কোনো মূল্যে এই নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। আইনের আওতায় আনতে হবে অপরাধীদের। এ জন্য অভিযানে যতখানি কঠোরতা আনা প্রয়োজন, তা আনতে হবে।


সংবাদটি শেয়ার করুন....