ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বড় হারে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
জুলাই ১১, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পাল্লেকেলের চার নম্বর উইকেটে ইনিংসে গড় টি-২০ রান ১৮০। টসের সময়ই ধারাভাষ্যকার পারভিজ মাহরুফ জানিয়ে দেন- ইনিংসের টেম্প নির্ধারণ হবে প্রথম ছয় ওভারে। টস হেরে ব্যাট করা বাংলাদেশ দলের ওই শুরু খারাপ হয়নি। তবে পরের ধুকধুকানি ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৫৪ রানে আটকে যায় সফরকারীরা। জবাবে শুরুতে ঝড়ো ব্যাটিং করে লঙ্কানরা। ১ ওভার থাকতে ৭ উইকেটের নির্বিঘ্ন জয় তুলে নেয়।

ওপেনিং জুটিতে তানজিদ তামিম ও পারভেজ ইমন ৫ ওভারে ৪৬ রান যোগ করেন। তানজিদ ফিরে যান ১৭ বলে ১৬ রান করে। অধিনায়ক লিটন দাস তিনে নেমে ১১ বলে ৬ রান করে ধুঁকে ধুঁকে আউট হন। এরপরই ফেরেন দলের হয়ে ২২ বলে সর্বাধিক ৩৮ রান করা পারভেজ ইমন। তিনি পাঁচটি চার ও একটি ছক্কা মারেন।

পাঁচে নামা তাওহীদ হৃদয় ১৩ বলে ১০ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। ওই চাপ দীর্ঘদিন পরে দলে ফিরে চারে ব্যাট করা নাঈম শেখ ও ছয়ে ক্রিজে আসা মেহেদী মিরাজ সামাল দিলেও ধীরে রান তোলে বাংলাদেশ। নাঈম ২৯ বলে একটি করে চার ও ছক্কায় ৩২ রান করেন। মিরাজ ২৩ বলে ২৯ রান করে আউট হন। তিনি চারটি চারের শট খেলেন। শেষটায় শামীম পাটোয়ারি ৫ বলে ১২ রান করলে দেড়শ’ ছাড়ায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করে লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৪.৪ ওভারে ৭৪ রানের জুটি দেন। ফিরে যাওয়ার আগে নিশাঙ্কা ১৬ বলে ৪২ রান করেন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন। তিনে নামা কুশল পেরেরা ২৫ বলে ২৪ রান করে আউট হন। ওপেনার কুশল মেন্ডিস ৫১ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচের ভাগ্য লিখে দেন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন।

বল হাতে বাংলাদেশের পেসাররা খরুচে ছিলেন। পেসার তাসকিন ৩ ওভারে ৪৩ রান দেন। তানজিম সাকিব ৪ ওভারে ৩৪ রান দেন। তবে স্পিনে মিরাজ ও রিশাদ ভালো করেন। তারা ৪ ওভার করে হাত ঘুরিয়ে ২৪ করে রান দিয়ে একটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানা ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন জেফরি ভ্যান্ডারসে, নুয়ান তুষারা ও দাশুন শানাকা।


সংবাদটি শেয়ার করুন....