ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

নেদারল্যান্ডস সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার বিসিবি এক বার্তায় জানিয়েছে, ৩০ আগস্ট সিরিজ শুরু হবে। তিন ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। তিনদিন পর খেলবে প্রথম ম্যাচ। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে। দুই বোর্ড ই-মেইলের মাধ্যমে আলোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে।

এর আগে অপর এক বার্তায় বিসিবি এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে। ৬ আগস্ট থেকে প্রাথমিক দলে থাকা ২৫ জন ক্রিকেটার নিয়ে মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প হবে। ১৫ আগস্ট হবে অনুশীলন ক্যাম্প। ২০ আগস্ট দলের সদস্যরা সিলেট যাবেন। সেখানে বাকি ক্যাম্প সম্পন্ন করে সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা ম্যাচ খেলবেন।


সংবাদটি শেয়ার করুন....