
ভোলার মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন মিয়া। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে আনারস প্রতীকে প্রতিদ্বন্দিতা করে তিনি এই বিজয় লাভ করেন।
বুধবার (০৫ জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শেষে সন্ধ্যায় গননার কাজ শেষ হয়। পরে রাত সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফলাফলা ঘোষনা করেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
নির্বাচনে উপজেলায় মোট ৬২,৪৮৪ ভোটের মধ্যে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে ২৪ টি কেন্দ্রে ২১,৪০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকির হোসেন মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দি শাহরিয়ার চৌধুরী দ্বীপক মোটর সাইকেল প্রতীক নিয়ে ১৫,৮৭৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মোঃ ছিদ্দিকুর রহমান দোয়াত কলম প্রতীক নিয়ে ১৬১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে ২৪,৭৬৭ ভোট পেয়ে আব্দুর রহমান রাশেদ মোল্লা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছালাউদ্দিন হেলাল তালা প্রতিক নিয়ে ১১,৯৪৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে ১৯,৩০২ ভোট পেয়ে ইয়াসমিন জাহান মিনু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতদ্বন্দি পারভীন আক্তার রেবু হাঁস প্রতীক নিয়ে ৯,৪৩০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। কলস প্রতীক নিয়ে ৮,১০৩ ভোট পেয়ে আমেনা বেগম তৃতীয় হয়েছেন।
নির্বাচনে ৫টি ইউনিয়নে ২৪টি ভোটকেন্দ্রে ১৫৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৬২,৪৬৪ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৭,৯১৬ জন। বাতিল হয়েছে ১,৪৭৭টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ৩৭,৪৪১ টি।
এদিকে মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে জাকির হোসেন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাধারন ভোটারদের মাঝে ব্যাপক উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপপেক্ষ ভোট গ্রহনের মধ্য দিয়ে প্রত্যক্ষ ব্যালট বিপ্লবের মাধ্যমে সাধারন জনগনের প্রানের রায় প্রতিফলিত হয়েছে বলে মনে করেন ভোটাররা।