
রাবেয়া খানের জোড়া আঘাতে দুর্দান্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ নারী দল। দলীয় মাত্র ৩৮ রানের মধ্যেই নিউজিল্যান্ডের তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় বাঘিনীরা। কিন্তু এরপর কিউই অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুকি হালিডে দৃঢ় প্রতিরোধ গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। শেষ পর্যন্ত লড়াই করার মতোই সংগ্রহ গড়ে ২০০০ সালের বিশ্বকাপজয়ী নিউজিল্যান্ড।
শুক্রবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তোলে কিউইরা। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২২৮ রান।
আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা মারুফা আক্তার আজ নিজের সেরা ছন্দে ছিলেন না। শুরুতে সুযোগ কাজে লাগাতে না পারলেও রাবেয়া নবম ওভারে ফিরে এসে এক ওভারেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
এরপর রানআউটে কাটা পড়েন অভিজ্ঞ সুজি বেটস। ৩৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।
সেখান থেকেই ঘুরে দাঁড়ান অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুকি হালিডে। দুজনের ব্যাটে আসে ১১২ রানের জুটি।
ব্রুকি ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, আর সোফি ডিভাইন করেন ৬৩ রান।
অবশেষে ফাহিমা খাতুনের বলে ভাঙে সেই জুটি। পরে নিশিতা আক্তার নিশি ফেরান সোফি ডিভাইনকে। শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় বাংলাদেশ, কিন্তু ততক্ষণে লড়াইয়ের মতো পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রাবেয়া খান।
১০ ওভারে মাত্র ৩০ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট।